নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- একটি ফুল পাঞ্জাব লরি থেকে প্রায় ২৫ হাজারেরও বেশি উদ্ধার নিষিদ্ধ ফেনসিডিল, যার বাজার মূল্য কয়েক কোটি টাকা। যদিও পাচার করতে গিয়ে পুলিশের জালে গ্রেফতার ছয় অভিযুক্ত। এদিন দায়রা আদালতের ম্যাজিস্ট্রেটের সামনে সমগ্র ফেনসিডিল গুলি সিজ করা হয়। ঘটনাটি এদিন নদীয়ার কৃষ্ণনগর জেলা দায়রা আদালতের। সূত্রের খবর এদিন ধুবুলিয়া থানার অন্তর্গত মায়াপুর মোড় এলাকায় একটি ন্যাশনাল ওয়ে থেকে এস,টি,এফ আধিকারিকরা সন্দেহভাজন ভাবে একটি ফুল পাঞ্জাব লরি কে আটক করে, এরপর তার ভেতর থেকে উদ্ধার হয় প্রায় ২৫ হাজার ফেনসিডিল, যদিও গাড়িতে থাকা ছয় জনকে আটক করে পুলিশ, এরপর তাদেরকে থানায় নিয়ে যাওয়া হয়। আজ উদ্ধার হওয়া ওই বিপুল পরিমাণে ফেনসিডিল গুলি দায়রা আদালতের ম্যাজিস্ট্রেটের সামনে লিস্ট করে সেগুলি সিজ করা হয়। তবে নদীয়া জেলার বিভিন্ন প্রান্তে যেভাবে বিআইনি অথবা কালোবাজারি চক্রের সাথে যুক্ত, একের পর এক উদ্ধার হচ্ছে, তাতে করে নতুন করে ভাবাচ্ছে জেলা পুলিশ প্রশাসনকে। যদিও এই পাচারকারীদের সাথে আরো কোন পান্ডা জড়িত তার তদন্তে পুলিশ।
লরি থেকে প্রায় ২৫ হাজারেরও বেশি উদ্ধার নিষিদ্ধ ফেনসিডিল, পুলিশের জালে গ্রেফতার ছয় অভিযুক্ত।

Leave a Reply