নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- প্রায় ১৮টি বুনো হাতি গ্ৰামে ঢুকে শুরু করে দিলো তাণ্ডবলীলা। নষ্ট করল আড়াই বিঘা আলু ক্ষেত। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে মাদারিহাট বীরপাড়া ব্লকের পশ্চিম মাদারিহাট এলাকায়। জানা গিয়েছে, রাতে জলদাপাড়া জঙ্গল থেকে বুনো হাতির একটি দল গ্ৰামে প্রবেশ করে। ওই বুনো হাতির দলটি এলাকার কৃষকদের আলু ক্ষেতে তাণ্ডব চালায় মোট আড়াই বিঘা আলু ক্ষেত নষ্ট করে দেয়। স্থানীয়দের অভিযোগ, বনদফতরে খবর দেওয়া হলেও সঠিক সময়ে এলাকায় বনকর্মীরা আসেনা বলে অভিযোগ করেন।
রবিবার রাতে মাদারিহাট বীরপাড়া ব্লকের পশ্চিম মাদারিহাট এলাকায় হাতির তাণ্ডবলীলা।

Leave a Reply