পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- গত পঞ্চায়েত নির্বাচনে পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের উত্তর সোনামুই গ্রাম পঞ্চায়েত বিজেপি দখল করে। বিজেপির প্রধান,উপপ্রধান হয় ওই গ্রাম পঞ্চায়েতের। তার আগে তৃণমূলের দখলে ছিল ওই গ্রাম পঞ্চায়েত। গতকাল বাংলার সাধারণ মানুষের ১০০দিনের বকেয়া টাকা সহ বাংলার প্রতি কেন্দের বঞ্চনার প্রতিবাদে তমলুকের উত্তর সোনামুই অঞ্চল তৃনমূল কংগ্রেস ও যুব তৃনমূল কংগ্রেস ডাকে নিমতৌড়ী স্মৃতি সৌধ থেকে কুলবেড়্যা পর্যন্ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা হয়। তৃনমূল নেতা সোমনাথ বেরার নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল সংগঠিত হয় বলে সূত্রে জানা গিয়েছে। গতকাল রাতে তৃনমূল কংগ্রেস সভা শেষে তৃনমূলের কর্মী সমর্থকরা বিজেপির দখলে থাকা উত্তর সোনামুই গ্রাম পঞ্চায়েত অফিসের মধ্যে ঢুকে ভাঙচুর চালায় বলে অভিযোগ। এর প্রতিবাদে ওই এলাকাতেই বুধবার দুপুরে পাল্টা সভা করেন বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী, পরিশেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই বিষয় নিয়ে তিনি বলেন সোমনাথ বেরা একজন যোগ্য মমতা ব্যানার্জির কর্মী কারণ উনিও চোর,ইনিও চোর, পাশাপাশি পুলিশ প্রশাসনকে কড়াবার তা দেওয়া হয় বিরোধী দলনেতার তরফে, এই ঘটনার সঙ্গে যারা যারা যুক্ত রয়েছেন তাদের অবিলম্বে আইনানক ব্যবস্থা গ্রহণ করতে হবে না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন সহ থানা ঘেরাও করবে বিজেপি।
Home রাজ্য পূর্ব মেদিনীপুর নিমতৌড়ি উত্তর সোনামুই গ্রাম পঞ্চায়েত অফিস ভাঙচুর করল তৃণমূল অভিযোগ বিজেপির,পরিদর্শনে শুভেন্দু।