পুলিশের গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক পুলিশ কনস্টেবলের ঘটনায় তীব্র চাঞ্চল্য।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  পুলিশের গাড়ির ধাক্কায় মৃত্যু হল ওয়েস্ট বেঙ্গল পুলিশে কর্মরত এক কনস্টেবলের। পুলিশের বিরুদ্ধেই ক্ষোভ উগ্রে দিলেন মৃত ব্যক্তির পরিবার। ঘটনাটি এদিন নদীয়ার কালিগঞ্জ থানার পাথরজোনা এলাকার। জানাযায় মৃত পুলিশ কনস্টেবলের নাম শেখ শামীম আখতার, বয়েস ২৭ বছর। জানা যায় গতকাল রাতে বাচ্চার ওষুধ কিনে দেবগ্রাম থেকে জাতীয় সরকারের উপর দিয়ে বাড়ির দিকে ফিরছিলেন, তখনই কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিকের গাড়ি দ্রুত গতিতে আসছিল, এরপর পুলিশের গাড়ির সাথে ধাক্কা লেগে একটি লরির নিচে গিয়ে পড়ে। ঘটনাস্থলে গুরুতর আহত হয় ওই পুলিশ কর্মী। স্থানীয়রা তড়িঘড়ি তাকে প্রথমে নিয়ে যায় কালীগঞ্জ স্থানীয় হাসপাতালে, সেখানেই তার অবস্থার অবনতি হলে পরবর্তীতে তাকে নিয়ে যাওয়া হয় কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে। যদিও ভোররাতেই মৃত্যু হয় ওই পুলিশ কনস্টেবলের। পরিবারের দাবি, পুলিশের এইভাবে দ্রুত গতিতে গাড়ি চালানোর কারণেই এই দুর্ঘটনা ঘটে। যদিও পরিবারের তোলা অভিযোগ অস্বীকার করে কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত আধিকারিক অভ্র বিশ্বাসের দাবি, ওই পুলিশ কনস্টেবল স্কুটি গাড়ি চালাচ্ছিল, তার গাড়ির গতি থাকার কারণে চাকা স্লিপ করে। পুলিশের গাড়ি যথেষ্টই নিয়ন্ত্রণে ছিল। সাথে সাথেই তিনি নিজে গাড়ি থেকে নেমে ওই কনস্টেবলকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান, পরিবার যে অভিযোগ করছে তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করছেন কালীগঞ্জ থানার ওসি অভ্র বিশ্বাস। তবে দুর্ঘটনায় পুলিশ কনস্টেবলের মৃত্যুর ঘটনায় এলাকা সহ পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। অন্যদিকে পুলিশের গাড়িকেই দায়ী করে কালিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন মৃত কনস্টেবল এর পরিবার। যদিও ঘটনার কতটা সত্যতা তা নিয়ে তদন্ত শুরু করেছে কালীগঞ্জ থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *