বিনামূল্যে ছাত্র ছাত্রীদের থ্যালাসেমিয়া পরীক্ষা করা হয়।

0
222

আবদুল হাই, বাঁকুড়াঃ-  থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হয়ে বহূ মানুষ বহু রকম ভাবেই জীবন যাপন করছে।থ্যালাসেমিয়া একটি মারাত্মক মৃত্যু ঝুঁকিপূর্ণ রোগ যা বাবা মায়ের মাধ্যমে সংক্রমিত হয়। তবে চিকিৎসকদের দাবি,থ্যালাসেমিয়া আক্রান্তরাও আর পাঁচজনের মতো বাঁচতে পারেন। বুধবার ওয়েষ্টবেঙ্গল হিউম্যান ওয়েলফেয়ার এ্যান্ড নেচার অর্গানাইজেশন এর পক্ষে থেকে বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালের সহযোগিতায় মানকানালি উচ্চবিদ্যালয়ে বিনামূল্যে ছাত্র ছাত্রীদের থ্যালাসেমিয়া পরীক্ষা করা হয়। এদিন মোট ১২০ জন ছাত্র ছাত্রীর এই পরীক্ষা করা হয়। রোগ মুক্ত দেশ গড়তে মূলত, ছাত্র ছাত্রীদের সচেতন করার লক্ষই এই কর্মসূচি বলে জানা গেছে।মানকানালি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক থেকে শুরু করে অন্যান্য শিক্ষক শিক্ষিকা সহ ছাত্র ছাত্রীরা খুবই খুশি এই ধরনের কর্মসূচি হওয়ায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here