বুধবার আলিপুরদুয়ার জেলার বন্ধ দলসিংপাড়া, দলমোড় ও রামঝোড়া চা বাগান নিয়ে শিলিগুড়ি শ্রম দফতরে বৈঠক বাতিল।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার: আসলেন না মালিকপক্ষ, হল না বৈঠক। চিন্তার ভাঁজ শ্রমিকদের কপালে, বাগান মালিকের লিজ বাতিলের দাবি তৃণমূল শ্রমিক সংগঠনের। বুধবার আলিপুরদুয়ার জেলার বন্ধ দলসিংপাড়া, দলমোড় ও রামঝোড়া চা বাগান নিয়ে শিলিগুড়ি শ্রম দফতরে বৈঠক ছিল।সেই বৈঠকের দিকেই তাকিয়ে ছিলেন বন্ধ বাগানের কয়েক হাজার শ্রমিক। তবে বৈঠক হওয়ার আগেই, বৈঠকে যোগদান করবেন না বলে সহ শ্রম আধিকারিককে চিঠি লিখে সাফ জানিয়ে দিলেন দলসিংপাড়া ও দলমোড় চা বাগানের মালিকপক্ষ। ফলে ভেস্তে গেল এই বৈঠকও। এই বৈঠকের দিকেই তাকিয়ে ছিলেন দুটি বাগানের কয়েক হাজার শ্রমিক। বর্তমানে বাগানের ভবিষ্যত নিয়ে চিন্তায় তারা। অন্যদিকে, এরূপ মালিককের লিজ বাতিল করে নতুন মালিককে বন্ধ বাগান হস্তান্তরের দাবি তৃণমূল শ্রমিক সংগঠনের।এ বিষয়ে উল্লেখ্য, দলসিংপাড়া ও দলমোড় চা বাগান একই মালিকের হাতে রয়েছে।দুর্গা পুজোর পূর্বে বন্ধ হয়েছিল এই দুটি বাগান। এরপর শ্রম আধিকারিকের ডাকে একাধিক বৈঠক হয়। সকল বৈঠকেই উপস্থিত ছিলেন না মালিকপক্ষ।ফলে ভেস্তে যায় বৈঠকগুলি। এখন এ সকল মালিকদের চিহ্নিত করে, তাদের লিজ বাতিল করে নতুন মালিকের হাতে বাগান হস্তান্তরের দাবি তৃণমূল শ্রমিক সংগঠনের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *