অভিমন্যু ও মহারাজা কলেজ অফ এডুকেশনের এনসিটিই ও ইউনিভার্সিটির সকল ক্রাইটেরিয়া ফুলফিল আছে দাবী কলেজ কর্তৃপক্ষের।

নিজস্ব সংবাদদাতা, মালদা—–অভিমন্যু ও মহারাজা কলেজ অফ এডুকেশনের এনসিটিই ও ইউনিভার্সিটির সকল ক্রাইটেরিয়া ফুলফিল আছে দাবী কলেজ কর্তৃপক্ষের।অভিমন্যু ও মহারাজা কলেজ অফ এডুকেশন নিয়ে বিভ্রান্তি মিথ্যে। এমনই দাবি করলেন অভিমন্যু কলেজ অফ এডুকেশন ও মহারাজা কলেজ অফ এডুকেশন এর সেক্রেটারি অভিমন্যু মন্ডল। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান “কিছুদিন আগে বিভ্রান্ত ছড়ানো হয়েছিল। কিন্তু সেই বিভ্রান্ত সম্পূর্ণভাবে মিথ্যা। এমন কি সেই বিভ্রান্তের জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে। আমাদের অভিমাননু কলেজ অফ এডুকেশন এবং মহারাজা কলেজ অফ এডুকেশন এর সবকিছু ঠিকঠাক রয়েছে। Ncte অনুমোদন থেকে শুরু করে ইউনিভার্সিটির সকল ক্রাইটেরিয়া অন্তর্ভুক্ত আমার কলেজ। শুধু তাই নয় ২০২৩ to ২০২৫ সেশানে আমার উভয় কলেজের ১০০ করে মোট দুইশো ছাত্র-ছাত্রী ভর্তি হয়েছেন এবং তাদের রেজিস্ট্রেশন ও কমপ্লিট হয়ে গেছে। আমি ছাত্রছাত্রীদের বলবো সকল সরকারি নিয়ম ও গাইডলাইনস এর অন্তর্ভুক্ত রয়েছি আমরা। আপনারা বিভ্রান্ততে মাথা লাগাবেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *