নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- নদিয়া কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানকে ঘিরে জটিলতার মধ্যেও এলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল ডঃ সি ভি আনন্দ বোস। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এ পি জে আব্দুল কালাম অডিটোরিয়ামে হবে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ৩০তম সমাবর্তন অনুষ্ঠান। যদিও তৃণমূল কংগ্রেসের শিক্ষক সংগঠন এই সমাবর্তন অনুষ্ঠানের পক্ষে না। জানিয়ে কল্যাণী বিশ্ববিদ্যালয়ে আজ সকাল থেকেই শুরু হয়েছে এক অস্বস্তিকর পরিবেশ। ১০০ দিনের বকেয়া কাজের টাকা পাওয়ার দাবিতে কল্যাণী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বাইরে মূল ফটকের সামনে রাজ্যপাল প্রবেশ করার সময় কালো পতাকা দেখিয়ে গো ব্যাক স্লোগান দিল তৃণমূল কংগ্রেস। এই পরিস্থিতিতে করা পুলিশের নিরাপত্তার মধ্যে দিয়েই কল্যাণী বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। সোজা চলে যান উপাচার্যের ঘরে সেখানে সমাবর্তন অনুষ্ঠানের এক্সিকিউটিভ কমিটির দায়িত্বে থাকা সদস্যদের সঙ্গে বৈঠক করেন এবং সমাবর্তন অনুষ্ঠান করার সিদ্ধান্ত নেন। সেই মতো কল্যাণী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে বিদ্যাসাগর সভাগৃহে অনুষ্ঠিত হলো সমাবর্তন অনুষ্ঠান রাজ্যপাল একাধিক ছাত্র-ছাত্রী ও গবেষকদের হাতে তুলে দিলেন সার্টিফিকেট।
কল্যাণী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে বিদ্যাসাগর সভাগৃহে অনুষ্ঠিত হলো সমাবর্তন অনুষ্ঠান রাজ্যপাল একাধিক ছাত্র-ছাত্রী ও গবেষকদের হাতে তুলে দিলেন সার্টিফিকেট।

Leave a Reply