মিল কর্তৃপক্ষ এবং দালাল রাজের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ২৪ ঘন্টা মানিকপুর বাজার এবং দোকান বন্ধ রাখল ব্যবসায়ী সমিতি।

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া: – ২৪ ঘন্টা ডেলটা মিল সংলগ্ন বাজার এবং দোকান বন্ধ রাখল ব্যবসায়ী সমিতি । মিল কর্তৃপক্ষ এবং দালাল রাজের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ২৪ ঘন্টা মানিকপুর বাজার এবং দোকান বন্ধ রাখল ব্যবসায়ী সমিতি। মানিকপুর ডেল্টা মিল এলাকায় ২৪ ঘন্টা বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন মানিকপুর বাজার ব্যাবসায়ী সমিতি, তাদের অভিযোগ ডেল্টা মিল কতৃপক্ষ পুরনো নিয়ম অনুসারে দোকানের ভাড়া নিত সেই ভাড়া দিয়ে ব্যাবসা চালিয়ে আসছেন এতদিন ধরে ব্যবসায়ীরা। হঠাৎই মিল কর্তপক্ষ জানান দোকান কিনে নিতে ৩ লক্ষ টাকা দিয়ে বা ১ লক্ষ টাকা দিয়ে তাদেরকে বিক্রি করতে এতে ব্যবসায়ীরা রাজি না হওয়ায় দালাল মারফত তাদের উপর চাপ সৃষ্টি করে এমনটাই অভিযোগ ব্যবসায়ের পক্ষ থেকে। এমনকি দোকান মেরামতি করার জন্যেও দালাল রা টাকার দাবি করছে, না দিলে দোকান মেরামতি করতে দিচ্ছে না। এমতাবস্থায় বাধ্য হয়ে ৫০০ বেশি বড়ো ছোট মাঝারি ব্যাবসায়ীরা আজ বৃহস্পতিবার ২৪ ঘন্টা বন্ধের ডাক দিয়েছেন । সকাল থেকেই দোকান বন্ধ মানুষ জনের দেখা মেলিনি বন্ধ সফল বলে দাবি জানান ব্যাবসায়ীরা। তারা যে একতা আছে সেই বার্তা দিতেই এই বন্ধ ডেকে বোঝাতে চাইলেন ভবিষ্যতে এই ধরনের অত্যাচার হলে তারা অন্য ব্যবস্থা নেবেন। ব্যবসায়ীদের অভিমত তারা দোকান কিনবেন না এবং দোকান বিক্রি করবেন না তারা যেরকম ভাড়া দিয়ে আসছেন ঠিক তেমনি ভাড়া দেবেন প্রয়োজনে তারা ভাড়া বাড়াতে রাজিও আছেন মিল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে। তাদের অভিযোগের ভিত্তিতে মিল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে কোনরকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এখন দেখার ব্যবসায়ীদের এই বন্ধের প্রভাবের ফলে মিল কর্তৃপক্ষ কতটা সাড়া দেয় সেদিকে তাকিয়ে পুরো ব্যবসায়ী মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *