আবদুল হাই, বাঁকুড়াঃ – মিগজাউমের জেরে বৃষ্টি শুরু হয় রাজ্যের বিভিন্ন এলাকায়। সেই বৃষ্টিতেই ইট গলে পাঁক হয়ে গেছে। রোদ ওঠার পর দেখা গেছে, শুকোতে দেওয়া লক্ষাধিক টাকার ইট আর নেই। বৃষ্টির কারণে মাটিতে পরিণত হয়েছে। বাঁকুড়া জেলাতে রয়েছে প্রায় ৩০০ এর বেশি ইটভাটা। পরিস্থিতি খতিয়া দেখতে গিয়ে ধরা পড়ল ক্ষতির ছবি। সাম্প্রতিক সময়ে এরকম ক্ষতি আগে হয়নি বলেই জানিয়েছেন মালিক শ্রেণীর একাংশ। এক একটি ইঁটভাটাতে মাত্র দুই থেকে তিন দিনের বৃষ্টিতে নষ্ট হয়েছে এর লক্ষাধিক ইট এবং লাখ লাখ টাকার আর্থিক ক্ষতি। এই ক্ষতির মুখে পড়েও কাজ দিতে হচ্ছে কর্মীদের। বর্ষা পার করে নভেম্বর মাসে পাকাপাকিভাবে শুরু হয়েছিল ইটভাটার কাজ। দুঃস্বপ্নেও এই কাজের সঙ্গে যুক্ত মানুষরা ভাবতে পারেনি কি ঘটতে চলেছে।
সমগ্র জেলা জুড়ে ইটভাটার কাজ পিছিয়ে গেল অনেকটা। তবুও কোনক্রমে মাথা তুলে দাঁড়ানোর জন্য জেলার ইটভাটা ইউনিয়নের মাধ্যমে প্রশাসনের দ্বারস্থ হবার কথা ভাবছেন তারা। করা হবে জরুরী মিটিং। যদিও এই ধাক্কা সামলে উঠতে সময় লাগবে বলে মনে করছেন ইট ভাটার মালিকেরা। এমনিতেই বছরের একটি বড় অংশ কাজ বন্ধ থাকে। তারপর কাজ করতে নেমে প্রাকৃতিক দুর্যোগের সামনে একপ্রকার অসহায় হয়ে পড়েন কর্মীরা।