পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ-চলন্ত ট্রেনের মধ্যে নিজের সার্ভিস রিভলবার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হলেন একজন কনস্টেবল। আত্মঘাতী কনস্টেবলের নাম শুভঙ্কর সাধুখাঁ (৪৪)।
এসআরপি হাওড়া (জিআরপি) পঙ্কজ দ্বিবেদী জানান আপ হাওড়া বর্ধমানের শেষ লোকাল ট্রেনের মহিলা কামরায় ডিউটি করার সময় রাত সাড়ে ১২ টা নাগাদ পূর্ব বর্ধমান জেলার পালসিট স্টেশনের কাছে নিজের সার্ভিস রিভলবার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী হন শুভঙ্কর।
ঠিক কী কারণে এই সিদ্ধান্ত নিলেন তিনি? কেন ট্রেনের মধ্যে এই সিদ্ধান্ত? তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। সূত্রের খবর, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটেছে। ব্যান্ডেল-বর্ধমান লোকালে এই ঘটনাটি ঘটে। শীতের দিনে যাত্রী খুব একটা বেশি ট্রেনে ছিল না। কিন্তু, রাতে গুলি চলায় রীতিমতো কেঁপে ওঠেন নিত্যযাত্রীরা। সুরক্ষার দায়িত্বে থাকা ব্যক্তিই কেন হঠাত্ এই পথ বেছে নিলেন? তা নিয়ে উঠছে প্রশ্ন।
শুভঙ্কর তাঁর বাড়ি বর্ধমানের বড়নীলপুর এলাকায় । রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, পারিবারিক কারণে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন তিনি । এ দিন তিনি চলন্ত ট্রেনেই গুলি চালিয়ে আত্মহত্যা করেন