জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- আগামী ২ ফ্রেবুয়ারী মাধ্যমিক পরীক্ষা। তার আগে শুক্রবার জলপাইগুড়িতে এসে মাধ্যমিক পরীক্ষার সাথে যুক্ত শিক্ষক এবং শিক্ষাকর্মীদের সাথে বৈঠক করলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় বনদপাধ্যায়। এদিন জলপাইগুড়ির জেলা শাসক দপ্তরে তিনি বৈঠক করেন। কিভাবে মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে এবং নতুন কি কি নিয়ম নিষ্ঠা রয়েছে এ বিষয়ে তিনি তুলে ধরেন।
মাধ্যমিক পরীক্ষা নিয়ে বিশেষ মিটিং অনুষ্ঠিত হলো জেলা শাসক দপ্তরে। পশ্চিম বঙ মধ্য শিক্ষা পযৎ এর সভাপতি কল্যান ময় বন্দোপাধ্যায়ের উপস্থিতে এই মিটিং শিক্ষা অনুষ্ঠিত হয়েছিল। শিক্ষা দপ্তর ছাড়াও মাধ্যমিক পরীক্ষার সাথে যুক্ত বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক রাও এই মিটিং এ অংশ নেয়।প্রথমে জেলা শাসক দপ্তরের আরটিসি হলে শিক্ষা দপ্তরের প্রতিনিধি , শিক্ষকদের নিয়ে মিটিং অনুষ্ঠিত হয়েছিল। এরপর জেলা শাসক দপ্তরে জেলার উচ্চ পদস্থ কর্মকর্তা দের নিয়ে মিটিং অনুষ্ঠিত হয়। মূলত এই বছরের মাধ্যমিক পরীক্ষা কিভাবে হবে।এরসাথে মূলত কি কি নিয়মাবলী অনুসরণ করার পাশাপাশি ছাত্র ছাত্রীদের যাতে কোন ভাবেই অসুবিধার সামনে পড়তে না হয় তার জন্য ই আজকের মিটিং রাখা হয়েছিল। মাধ্যমিক শিক্ষা বোর্ডের নিয়মাবলী মধ্যে পরীক্ষা চলাকালীন যাতে কোন ধরনের বেনিয়মাবলী না হয় তাও আজ যারা এই পরীক্ষার সাথে যুক্ত থাকবেন তাদের ও বলা হয়েছে।