আজ ন্যাশনাল ম্যাথেমেটিক্স ডে (National Mathematics Day)। ২০১২ সাল থেকে জাতীয় অঙ্ক দিবস হিসেবে পালিত হচ্ছে ২২ ডিসেম্বর। প্রখ্যাত গণিতজ্ঞ শ্রীনিবাস রামানুজনের (Srinivasa Ramanujan) জন্মদিনকে সম্মান জানাতে বেছে নেওয়া হয়েছিল দিনটিকে। ১৮৮৭ সালের ২২ ডিসেম্বর তামিলনাড়ুতে জন্মগ্রহণ করেছিলেন শ্রীনিবাস রামানুজন।
দৈনন্দিন জীবনে অঙ্কের ব্যবহার আমরা সবাই জানি ৷ অঙ্ক ছাড়া ব্যবসার কথা ভাবা যায় না, এটুকু তো বলাই যায় ৷ গণিতের সূত্রের আমাদের জীবনে কী ভূমিকা, তা না জেনেই আমরা নিয়মিত কোনও সামগ্রী বা পরিষেবার মূল্য নির্ধারণ করতে পারি এবং তার দাম দিয়েও দিতে পারি ৷ শিক্ষিত, কম শিক্ষিত, এমনকী নিরক্ষরও এই কাজ করে ফেলতে পারেন ৷ ১৮৮৭ সালের ২২ ডিসেম্বর তামিলনাড়ুতে জন্মগ্রহণ করেছিলেন শ্রীনিবাস রামানুজন। ভারত সরকার ২২ ডিসেম্বরকে জাতীয় গণিত দিবস হিসাবে ঘোষণা করেছে। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং ২০১২ সালের ২৬ ফেব্রুয়ারি মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ে ভারতের প্রতিভাবান গণিতজ্ঞ শ্রীনীবাস রামানুজনের ১২৫ তম জন্মবার্ষিকী উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠানে এটি ঘোষণা করেছিলেন। এই উপলক্ষে সিং ঘোষণা করেছিলেন যে ২০১২ সালটি জাতীয় গণিত বছর হিসাবে পালিত হবে। সেই থেকে, প্রতি ২২ ডিসেম্বর ভারতের জাতীয় গণিত দিবসটি পালিত হয় ভারতের বিভিন্ন স্কুল এবং বিশ্ববিদ্যালয়গুলিতে অসংখ্য শিক্ষামূলক অনুষ্ঠানের সাথে।
২০১৫ সালে প্রকাশিত সিনেমা ‘দ্য ম্যান হু নিউ ইনফিনিটি’ সিনেমায় রামানুজনের জীবনযাত্রা ও অঙ্কের জগতে তাঁর অনন্য অবদান সম্পর্কে আলোকপাত করা হয়েছে।সাধারণ মানুষের মধ্যে অঙ্কের প্রতি ভালোবাসা বাড়ানো ও জনমানসের উন্নতিই ছিল রামানুজনের লক্ষ্য। সরকারি তথ্য অনুযায়ী, রামানুজন নিজস্ব উপপাদ্য আবিষ্কার করেছিলেন এবং স্বাধীনভাবে অন্তত ৩৯০০ ফল মিশ্রিত করেছিলেন ৷ সারা বিশ্বের গণিতজ্ঞরা স্বীকার করেন যে তাঁর তত্ত্বগুলি বিংশ শতাব্দীতে অঙ্ককে পরিবর্তন করতে সাহায্য করেছিল ৷ আর একবিংশ শতাব্দীতে তা একটা আকার পেয়েছে। ম্যাথেমেটিক্যাল অ্যানালিসিস, নম্বর থিওরি, ইনফাইনাইট সিরিজ ও ফ্র্যাকশন নিয়ে শ্রীনিবাস রামানুজনের একাধিক কাজ এখনও অঙ্ক-জগতের উজ্জ্বল নক্ষত্র।
রামানুজন ছিলেন ব্রিটিশ ব়্যায়াল সোসাইটির সবচেয়ে কনিষ্ঠ সদস্য ৷ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ট্রিনিটি কলেজের প্রথম ভারতীয় অধ্যাপক ছিলেন ৷ গাণিতিক বিশ্লেষণ, ইনফাইনাইট সিরিজ, কন্টিনিউড ফ্র্যাকশন এবং সংখ্যাতত্ত্বে তাঁর অবদান অপরিসীম । নম্বর, ইলিপটিক ফাংশনস, কন্টিনিউড ফ্র্যাকশনস এবং ইনফাইনাট সিরিজ সম্পর্কে বিশ্লেষণ করেই জনপ্রিয়তা পেয়েছিলেন রামানুজন ৷
তাঁর দেওয়া অনেক অঙ্কের ফর্মুলার বিস্তারিত ব্যাখ্যা এখনও আবিষ্কার করতে পারেননি অনেকেই। রামানুজনের ছবি যুক্ত ভারতের জাতীয় স্ট্যাম্প ২০১২ সালের জাতীয় গণিত দিবস উপলক্ষে প্রকাশ করা হয়েছিল। আজ, ২২ ডিসেম্বর সারা বিশ্বের গণিতজ্ঞ ও পড়ুয়ারা গণিতশাস্ত্রে অবদানের জন্য স্মরণ করছেন শ্রীনিবাস রামানুজনকে । তাঁর কর্মকাণ্ডকে স্মরণ করার, সেই কাজের সম্পর্কে পড়ুয়াদের অবগত করার এবং মহান রামানুজনের মতো তাঁদের গণিতশাস্ত্রে আগ্রহী করে তোলার জন্য আজকের দিনটা আদর্শ ৷
মাত্র ৩২ বছর বয়সে টিউবারকিউলোসিসে মৃত্যু হয় তাঁর।
।।তথ্য : সংগৃহীত ইন্টারনেট।।
Leave a Reply