নতুনগ্রাম এবং চৌধুরীপাড়া এলাকায় ১২০০ মিটার নদী পার বাঁধানোর কাজ শুরু হল আজ থেকে।

0
161

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  নদীয়ার শান্তিপুর হরিপুর গ্রাম পঞ্চায়েতের, অন্তর্গত নতুনগ্রাম এবং চৌধুরীপাড়া এলাকায় ১২০০ মিটার নদী পার বাঁধানোর কাজ শুরু হল আজ থেকে। যদিও রাজ্যের শেচ মন্ত্রী পার্থ ভৌমিক এবং শান্তিপুরের বিধায়ক ব্রজ কিশোর গোস্বামীর উদ্যোগে নদী ভাঙ্গনের হাত থেকে এলাকাকে রক্ষা করার জন্য, নদীর পাড় বাঁধানোর কাজ শুরু হয়। এ বিষয়ে শান্তিপুরের বিধায়ক ব্রোজ কিশোর গোস্বামী জানান, এই কাজটি ৫৪৫ দিন ধরে চলবে। প্রথম পর্যায়ে এখন বালির বস্তা ফেলে কাজ শুরু হল পরবর্তীতে বিভিন্ন পর্যায়ক্রমে পাকাপোক্তভাবে এই নদীর পাড় বাঁধানোর কাজ সম্পন্ন হবে। যদিও হরিপুর অঞ্চলের বিস্তীর্ণ এলাকার সাধারণ মানুষ এই নদী ভাঙ্গনের কারণে আতঙ্কিত হয়ে পড়েছিলেন। এবার এই নদীর পাড় বাধানোর কারণে তারা অনেকটাই উপকৃত হবেন ,এমনটাই আশাবাদী হরিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান বীরেন মাহাতো । এদিনের এই নদীর পাড় বাধানোর কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন শান্তিপুরের বিধায়ক ব্রোজ কিশোর গোস্বামী, উপস্থিত ছিলেন হরিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান বীরেন মাহাতো এবং পঞ্চায়েতের একাধিক আধিকারিকরা ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here