কোলকাতার রাজপথে যারা ডিএ নিয়ে আন্দোলন করছে তারা রাজনৈতিক উদ্দেশ্যে : প্রতাপ নায়ক।

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- কোলকাতার রাজপথে যারা ডিএ নিয়ে আন্দোলন করছে তারা রাজনৈতিক উদ্দেশ্যে। উনারা রাজনৈতিক উদ্দেশ্যই করছেন রাস্তায়। এত আর্থিক বঞ্চনা সত্ত্বেও মুখ্যমন্ত্রী ৪% ডিএ ঘোষণা করেছেন। এটা কর্মচারী উচ্ছাস জলপাইগুড়িতে শনিবার পশ্চিমবঙ্গ রাজ্য কর্মচারী ফেডারেশনের জলপাইগুড়ি, কোচবিহার আলিপুরদুয়ার জেলার কর্মচারী কনভেনশনে যোগ দিতে এসে ডিএ নিয়ে মুখ খুললেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের রাজ্য আহ্বায়ক প্রতাপ নায়ক। তিনি আরো জানান আমরা বাংলার, কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সরকারের মতো ডিএ দিচ্ছে। আমাদের মুখ্যমন্ত্রী কর্মচারী দরদী কর্মচারী বিরোধী নন। কর্মচারীদের স্বার্থে উনি কাজ করে আসছেন।উনি কর্মচারী দরদি।

এদিনের এই অনুষ্ঠানে জলপাইগুড়ি আর্ট গ্যালারিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত মন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকার ও চেয়ারম্যান পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন ডা: মানস রঞ্জন ভুইয়া, জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি, বিধায়ক, SJDA এর চেয়ারম্যান সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *