দক্ষিণ দিনাজপুর জেলার ব্লাড ব্যাংকগুলোতে রক্ত সংকট দূর করতে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন।

0
125

গঙ্গারামপুর- দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা: দক্ষিণ দিনাজপুর জেলার ব্লাড ব্যাংকগুলোতে রক্ত সংকট দূর করতে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করল দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পৌরসভার ১৭ নং ওয়ার্ডে অবস্থিত সুভাষসেবী ক্লাব।রবিবার সুভাষপল্লী এলাকায় ক্লাবের তরফে রক্তদান শিবিরের আয়োজন করা হয়।যেখানে স্বেচ্ছায় রক্তদান করেন এলাকা সহ ক্লাবের প্রায় ৩০ জন যুবক।এছাড়াও এলাকার ৪০০জন দুঃস্থ মানুষদের হাতে শীতবস্তু তুলে দেন ক্লাব গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র সহ বিশিষ্ট কর্মকর্তারা। এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র, ক্লাব সম্পাদক প্রসেনজিৎ দাস,তৃণমূল নেতা তথা দক্ষিণ দিনাজপুর জেলা আইএনটিটিউসির সহ সভাপতি আনোয়ার হোসেন, ১৭ নং ওয়ার্ড কাউন্সিলার সুভাষ কুন্ডু,অতনু রায় সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এদিনের স্বেচ্ছায় রক্তদান শিবিরের ফলে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালের ব্লাড ব্যাংকে রক্ত সংকট দূর হল অনেকটাই তা বলায় বাহুল্য। পাশাপাশি ক্লাব কর্মকর্তাদের হাত থেকে শীত বস্ত্র পেয়ে খুশি এলাকার দুঃস্থ মানুষজন। সারা বছরই দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের এই সুভাষসেবি ক্লাব নানারকম সামাজিক কাজে যুক্ত থেকে কাজ করে চলেছে। এইমত, অবস্থায় রবিবার গঙ্গারামপুরের সুভাষসেবি ক্লাবের এই মহতি উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন গঙ্গারামপুরের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ সহ জেলাবাসীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here