নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- এক কুখ্যাত দুষ্কৃতির খুনের ঘটনায় চাঞ্চল্য। একাধিক গুলির চিহ্ন রয়েছে তার দেহে। মৃত ওই ব্যক্তির নাম মাসুদ মন্ডল। এলাকায় হাত কাটা মাসুদ হিসেবে পরিচিত। ঘটনাটি নদীয়ার চাপরা থানার লক্ষী মালা ইটভাটা এলাকার। পরিবার সূত্রে খবর, গতকাল রাতে ওই মাসুদ মন্ডল এর বাড়ি হঠাৎই বেশ কয়েকজন দুষ্কৃতি বন্দুক নিয়ে চড়াও হয়। এরপরই পরিবারের অন্যান্য সদস্যদের মাথায় বন্দুক ঠেকিয়ে মাসুদ মণ্ডল কে বাড়ি থেকে দূরের একটি মাঠে নিয়ে যায়। আর কয়েকজন দুষ্কৃতী তার পরিবারের সদস্যদের লক্ষ্য করে বন্দুক ধরে থাকে। কিছুক্ষণ পর ওই দুষ্কৃতীরা ঘটনাস্থল ছেড়ে চলে যায়। এরপর আজ সাত সকালে বাড়ি থেকে কিছুটা দূরত্বে পদ্মমালা মাঠে মাসুদ মন্ডলের রক্তাক্ত অবস্থায় দেহ পড়ে থাকতে থাকে ওই এলাকার কৃষকরা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মাসুদের পরিবার এবং এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থলে যায় চাপরা থানার পুলিশ। পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠায়। অন্যদিকে মাসুদের পরিবারের তরফে চাপড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। যদিও পরিবারের দাবি গতকাল রাতে যে সমস্ত দুষ্কৃতীরা এসেছিলেন তাদের কাউকেই চেনা যায়নি।
অন্যদিকে প্রশাসন সূত্রের খবর, এই মাসুদ মন্ডল বিভিন্ন অসামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত ছিল। শুধু তাই নয় তার বিরুদ্ধে একাধিক খুন ও ছিনতাইয়ের ঘটনার অভিযোগ ছিল। ভোটের মধ্যেও হিংসা ছড়ানোর অভিযোগে আগ্নেয়াস্ত্র সহ তাকে গ্রেফতার করেছিল পুলিশ। দিন কয়েক আগেই জামিনে তিনি মুক্ত হয়ে বাড়ি ফিরেছিলেন। সেই কারণে তার একাধিক শত্রু থাকতে পারে বলে দাবি পুলিশের।