বালুরঘাটে অনুষ্ঠিত রাজ্য শিশু কিশোর উৎসবে উদয়ন গুহ।

0
25

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর:- গীতা পাঠের চেয়েও ফুটবল বেশি জরুরি। বালুরঘাটে অনুষ্ঠিত রাজ্য শিশু কিশোর উৎসবে কিশোর যুবদের উদ্দেশ্য করে একথা বললেন উদয়ন গুহ। পাশাপাশি তিনি বলেন বক্তব্যটি তার নয়,স্বামী বিবেকানন্দের উক্তি।
উল্লেখ্য এজন্যই কলকাতায় লক্ষ কন্ঠে গীতা পাঠের আয়োজন করা হয়। এই বিষয়ে নাম না করে বালুরঘাটের এক রাজনৈতিক ব্যক্তিত্বকে কটাক্ষ‌ও করেন তিনি। বলাই বাহুল্য নাম না উল্লেখ করল তিনি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে বুঝিয়েছেন।
অপরদিকে টেট পরীক্ষার এক ঘণ্টার মধ্যে প্রশ্নপত্র ফাঁসের যে অভিযোগ উঠেছে সে বিষয়ে উদয়ন গুহ জানান, বিষয়টি জানা নেই, আপনাদের কাছে জানলাম, যদি পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়ে থাকে তবে তা নিন্দনীয় এবং এ বিষয়ে করা ব্যবস্থা নেওয়া উচিত।

এদিন বালুরঘাট হাই স্কুল মাঠে পশ্চিমবঙ্গ রাজ্য শিশু কিশোর উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী, সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন এবং এবং ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র, শিশু-কিশোর একাডেমীর সভাপতি অর্পিতা ঘোষ সহ দক্ষিণ দিনাজপুর জেলাশাসক বিজিন কৃষ্ণা ও জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তাল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here