ভগবানপুর হাই স্কুল ফুটবল ময়দানে মেলার বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে শুভারম্ভ হয়।

0
161

পূর্ব মেদিনীপুর-ভগবানপুর, নিজস্ব সংবাদদাতা :-  রবিবার ড: বিধান চন্দ্র রায় ৩১ তম বর্ষের গ্রামীণ ও কৃষি মেলার উদ্বোধন হয় পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে। কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান সহ কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন স্টল এবং কৃষি বিজ্ঞান হস্তশিল্প পুষ্প প্রদর্শনী কৃষিজ ফসল সহ শীতবস্ত্রের বিশাল মেলা বসে প্রতিবছর। প্রায় দশ দিন ধরে চলবে এই মেলা। এদিন এই মেলার আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হয়। ভগবানপুর হাই স্কুল ফুটবল ময়দানে এই মেলার বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে শুভারম্ভ হয়। পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদের সভাধিপতি উত্তম ববারিক মেলার উদ্বোধন করেন। সেই সঙ্গে ছিলেন অন্যান্য প্রশাসনিক কর্তারা। মেলা কমিটির প্রধান উদ্যোক্তা মদন মোহন পাত্র জানিয়েছেন, পশ্চিমবঙ্গের রুপকার ড: বিধানচন্দ্র রায়ের নামাঙ্কিত এই মেলা। রয়েছে শতাধিক স্টল। তবে সামাজিক দায়বদ্ধতা থেকে এলাকার মানুষের পাশে দাঁড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here