পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- বেশ কয়েকদিন ধরে সাংসদ ভবন উত্তাল। যেখানে বিরোধী সাংসদদের সাসপেন্ড করা হচ্ছে সাংসদ থেকে। তার বিরুদ্ধে গর্জে উঠেছে তৃণমূল কংগ্রেস। রাজ্যের প্রতিটি জায়গায় ধিক্কার সভা করছে। সেই মতো আজ বর্ধমান শহরের কার্জন গেটের সামনে ধিক্কার সভা করল পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস। বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, কৃষকদের প্রাকৃতিক বিপর্যয়ের সমস্ত রকম ক্ষতির টাকা একমাত্র আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেন। আবার শুরু হয়েছে দুয়ারে সরকার কর্মসূচি যেখান থেকে মানুষ তার সুবিধা পাচ্ছে। কিন্তু একবার অন্য রাজ্যের দিকে তাকিয়ে দেখুন তো সেখানে কি অবস্থা। ১০০ দিনের কাজের বকেয়া টাকার এই আন্দোলন গ্রামীন এলাকায় ছড়িয়ে যাক এটাই হবে আমাদের লোকসভা ভোটের আগে ভালো কাজ। এখানে দুটি লোকসভা কেন্দ্র আছে সেটি আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দিতে হবে।শুধু মাত্র সাংসদ ভবন থেকে বিরোধী দলের সাংসদদের সাসপেন্ড করা হচ্ছে। আপনারা তো সবই দেখতে পাচ্ছেন। আজ এই ধিক্কার সভায় উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব।