শাকিল থানার অন্তর্গত নলপুর পঞ্চায়েতের দাদপুর পূর্ব পাড়া এলাকায় অগ্নি দগ্ধ হয়ে মৃত্যু হল গৃহকর্তার।

0
647

প্রকাশ কালি ঘোষাল , হাওড়া : বাড়িতে অগ্নিসংযোগের ফলে মৃত বাড়ির গৃহকর্তা। ঘটনাটি শাকিল থানার অন্তর্গত নলপুর পঞ্চায়েতের দাদপুর পূর্ব পাড়া এলাকায়। অগ্নি দগ্ধ হয়ে মৃত্যু হল গৃহকর্তার স্থানীয়দের কাজ থেকে জানা যায় মৃত ওই ব্যক্তির নাম তারক দাস বয়েস ৫৯, তিনি মানসিক ভারসাম্য বলে ওই ব্যক্তির স্ত্রী তালা বন্ধ করে তার মেয়ের বাড়ি গিয়েছিলেন। হঠাৎই আনুমানিক দুপুর ১২ টার দিকে আগুন লক্ষ্য করেন স্থানীয়রা, ঘরটি যেহেতু টিনের ছাওনি এবং চারিপাশ বাঁশের দরমা দিয়ে ঘেরা তাই মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং সেই আগুনেই দগ্ধ হয়ে মৃত্যু হয় ওই বাড়ির গৃহকর্তার। স্থানীয় নলপুর পঞ্চায়েতের উপপ্রধান শেখ মুস্তাকিন, সাঁকরাইল পঞ্চায়েত সমিতির শিক্ষার কর্মাধ্যক্ষ মোহাম্মদ সিদ্দিক সহ পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা আসেন। আশপাশের মানুষজন আগুন নেভাবার কাজে হাত লাগান। চারিদিকে ফাঁকা জলা জমি এবং রাস্তাঘাট তেমন চওড়া না হওয়ায় দমকলের গাড়ি আসতে পারেনি। তবে দমকলের কর্মীরা শেষ পর্যায়ে এসে আগুন নেভান এবং জিনিসপত্র সরিয়ে দেন। বাড়ি যা ছিল সবই পুড়ে ছাই হয়ে গেছে। দেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । ঘটনাস্থলে আসেন সাঁকরাইল থানার পুলিশ এবং মানিকপুর তদন্ত কেন্দ্রের পুলিশ আধিকারিকরা। মৃত তারক দাসের স্ত্রী পুত্র নিয়ে থাকতেন । আপাতত তাদের একটি অস্থায়ী জায়গায় থাকার ব্যবস্থা করেছেন পঞ্চায়েতের তরফ থেকে বিষয়টি সাঁকরাইল বিডিও কে জানানো হয়েছে আপাতত তাদের পরিধানের জিনিসপত্র তুলে দেবেন এবং নতুন বাড়ির জন্য ব্যবস্থা করবেন বলে আশ্বস্ত করেছেন। তবে ওই মৃত ব্যাক্তির মেয়ে পাশেই থাকেন তিনি অভিযোগ করছেন তার বাবা মানসিক ভারসাম্যহিন ছিলেন বলে দেশলাই রাখা থাকত না । তিন দিন ধরে বাড়িতে গ্যাস শেষ হয়ে গিয়েছিল তাই খাবার তার মেয়েই পাঠাতেন ওই বাড়ির পিছন দিকে অনেকেই নেশা করেন শীতে আগুন পোহায় সেই থেকেই আগুন লাগতে পারে বলে মনে করছেন পরিবার । কিভাবে আগুন লাগল খতিয়ে দেখছেন পুলিশ প্রশাসন এই নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here