সকাল থেকেই নবদ্বীপের শহর ও বিভিন্ন মঠ মন্দিরে দেখা মিললো অসংখ্য ভক্ত তথা পর্যটকদের ভিড়।

0
154

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  উৎসবের মরশুমে বিভিন্ন পর্যটন কেন্দ্রের পাশাপাশি ছুটির আমেজে গা ভাসিয়ে উপচে পরা ভির নবদ্বীপে।সকাল থেকেই নবদ্বীপের শহর ও বিভিন্ন মঠ মন্দিরে দেখা মিললো অসংখ্য ভক্ত তথা পর্যটকদের ভিড়। পাশাপাশি এই উৎসবের দিন বা বিশেষ দিনে নবদ্বীপ মহাপ্রভু পাড়া ধামেশ্বর মহাপ্রভু মন্দিরে ভোগের পসরাতেও থাকছে নিত্য দিনের থেকে ভিন্ন, এমনটাই জানান মন্দিরের সেবাইত সুদিন গোস্বামী তিনি আরও জানান ২৫ শে ডিসেম্বর যিশুক্ষ্রীষ্টের জন্ম দিবস হলেও এদিন মহাপ্রভুর ভোগে বিভিন্ন উপদান দিয়ে মন্দিরে তৈরি কেক ভোগও দেওয়া হবে,

এই কেক ভোগের বিষয়ে বলতে গিয়ে তিনি বলেন মহাপ্রভু ছিলেন সাম্যবাদের বিশ্বাসী, সকল ধর্মের মানুষের কথা তিনি বলতেন,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here