দীর্ঘ চার বছর ধরে বেহাল হয়ে রয়েছে রাস্তার, রাস্তার চেহারা নিয়ে অসন্তোষ প্রকাশ করতে দেখা যায় পর্যটকদের।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার ফুলের শহর ক্ষিরাই মানেই মানুষের পর্যটকদের ভিড় জমতে দেখা যায় ফুলের শহরে। কিন্তু সেই ফুলের শহরে আসতে গেলে যে রাস্তা দিয়ে আসতে হয়, সেই রাস্তার কঙ্কাল সার চেহারা ফুটে উঠেছে। দীর্ঘ চার বছর ধরে বেহাল হয়ে রয়েছে রাস্তার। রাস্তার চেহারা নিয়ে অসন্তোষ প্রকাশ করতে দেখা যায় পর্যটকদের। আসানসোল দুর্গাপুর কলকাতা জয়নগর সহ বিভিন্ন জেলা ও ভিন রাজ্য থেকে বহু পর্যটকরা ইতি মধ্যে আসতে শুরু করেছেন এই ফুলের শহরে। এই ফুলের শহরে আসতে গেলে একটা রাস্তা দিয়েই তাদের প্রবেশ করতে হয় ফুলের বাগানে। কিন্তু সেই দীর্ঘ রাস্তার বেহাল দশা। প্রায় দু কিলোমিটার রাস্তার বেহাল অবস্থা হয়ে রয়েছে। কিন্তু রাস্তা সম্প্রসারণের কোনো উদ্যোগ নেই প্রশাসনের। এই রাস্তা দিয়ে আসতে গেলে বিশেষত বাইকা ও সাইকেল আরোহীদের বিপদের সম্মুখীন হতে হয়। বড় বড় চারচাকা নিয়েও অতি কষ্টে আসতে হয়েছে ফুলের শহরে মনটি জানালেন পর্যটকেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *