বিপদজনক পূর্ব মেদিনীপুর জেলার মেছেদা রেল ব্রিজ, রেল দপ্তরের তৎপরতায় বন্ধ রেল ব্রিজ, যাত্রীদের ভোগান্তি।

0
233

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  বিপদজনক পূর্ব মেদিনীপুর জেলার মেছেদা রেল ব্রিজ। রেল দপ্তরের ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা করার সময় ধরা পড়ে যেকোনো মুহূর্তে ঘটতে পারে বড়সড়ো দুর্ঘটনা তরীঘড়ি রেল দপ্তর বন্ধ করে দিল রেল ব্রিজ প্রায় এক কিলোমিটার ঘুরে যেতে হবে যাত্রী চরম বিপাকে নিত্যযাত্রীরা। মেচেদা রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে যাওয়ার জন্য ওভারব্রিজ ভরসা যাত্রীদের। কিন্তু রেলের ওভারব্রিজের স্বাস্থ্য পরীক্ষা করার সময় ধরা পড়ে ব্রিজের উপর দিয়ে যেভাবে যাত্রী যাতায়াত করে তার লোড নেওয়ার ক্ষমতা নেই। যাত্রীরা যাওয়ার সময় কেঁপে উঠে ওভারব্রিজ সেজন্যই আজ সন্ধ্যে থেকে বন্ধ করে দেয়া হয় রেল বীজের কিছুটা অংশ। যাত্রীদের প্ল্যাটফর্ম থেকে মেচেদা স্ট্যান্ডকে যেতে হলে প্রায় এক কিলোমিটার ঘুরে যেতে হবে। আর এতেই যাত্রীদের মধ্যে খুব সৃষ্টি হচ্ছে কারণ পূর্ব মেদিনীপুর জেলার প্রবেশদ্বার বিভিন্ন জায়গার রুগী থেকে নিত্যযাত্রীদের মালপত্র নিয়ে যেতে হয় প্রায় এক কিলোমিটার গুড় পথে যেতে হলে সময়ের সাথে সাথে অনেকটা পথ অতিক্রম করতে হবে। রেল সূত্রের খবর অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে দেয়া হয়েছে তবে কবে চালু হবে তা এখনও সদুত্তর তাদের কাছে পায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here