শতবর্ষে পূর্তি অনুষ্ঠানে বাদ পড়ল ভগবানপুরের বিধায়ক পাশাপাশি স্কুলের একাধিক দাবি নিয়ে অভিযোগে ডেপুটেশন স্কুল কর্তৃপক্ষের কাছে।

0
104

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর হাইস্কুলে শতবর্ষ পূর্তি উদযাপন। যা স্কুল একশ বছরে পদার্পণ করেছে। সেই অনুষ্ঠান উপলক্ষে সকাল প্রশাসনিক কর্তা সহ নতুন বিধায়কদের ডাকা হলেও ডাকা হলেও ডাকা হয়নি ভগবানপুরের বিরোধী দলের বর্তমান বিধায়ক ও সাংসদকে। স্কুলের অনুষ্ঠানে ডাক পেলোনা বিরোধী দলের ওই গ্রামের পঞ্চায়েত প্রধানরা। পাশাপাশি ভূমি দাতাদেরও ডাকা হয়নি বলে অভিযোগ করে বিক্ষোভ ডেপুটেশন করে অভিভাবক সহ প্রাক্তন ছাত্ররা।
স্কুলের পরিকাঠামোর অভিযোগ তুলে একাধিক দাবি নিয়ে বিক্ষোভ দেখায় তারা। স্কুলের মিড ডে মিলসহ বিদ্যালয়ের প্রাঙ্গণের গাছ টেন্ডার না করে বিক্রি করা সহ একাধিক দাবি-দাওয়া নিয়ে বিক্ষোভ দেখায়। তাদের এই দাবিসমূহের যদি সমাধান না হয় তবে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেয় প্রাক্তন ছাত্র-ছাত্রী ও বর্তমান অভিভাবকরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here