নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ – পাহাড়ি বন্যপ্রাণসহ সবুজায়ন রক্ষার্থে শুশুনিয়া পাহাড়ে আসা পর্যটকদের বিশেষ বার্তা বাঁকুড়া উত্তর বনবিভাগের ছাতনা রেঞ্জের। পর্যটনের মরশুমে যাতে ক্ষতি না হয় বাস্তুতন্ত্রে সাথে সুরক্ষিত থাকে বন্য জীবজন্তু এই বিষয়ে বৃহস্পতিবার দুপুর নাগাদ শুশুনিয়া বিট অফিসে একটি সচেতন মূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো।
এই অনুষ্ঠানে বিশেষ ভাবে গুরুত্ব দেওয়া হয়। পাহাড়ে আগুন যাতে না লাগানো হয়। ধরা পড়লে কড়া ব্যাবস্থা নেওয়া হবে। এছাড়া পাহাড়ে রকক্লাইমিং এবং ট্রেকিং এর ক্ষেত্রে বেশ কিছু বিধিনিষেধ সম্পর্কেও বলা হয়। পাহাড়ের উপরেই দূষণ দোকানগুলি আছে সেই সব দোকানে
উপস্থিত ছিলেন ফরেস্ট রেঞ্জার এশা বোস, ছাতনা পঞ্চায়েত সমিতির সভাপতি বঙ্কিম মিশ্র, যুব আধিকারিক, বিট অফিসার প্রদীপ শিকদার, ছাতনা থানার এস আই সত্যবান মাহাত, শুশুনিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান।