ফুলের দাম পাচ্ছেন না চাষিরা, আর তাই ক্ষতির মুখে পড়তে হয়েছে ফুল চাষীদের।

0
167

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  নদীয়ার ধানতলা থানা এলাকার বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে চাষের জমি। আর এখানে অধিকাংশ চাষীরা চাষ করেন ফুল। ফুল চাষের উপরই তাদের জীবিকা নির্ভরশীল। এই সমস্ত এলাকায় গাঁদা,রজনীগন্ধা, গেদুওলাশ,চন্দ্রমল্লিকা,গোলাপ,সহ বিভিন্ন রকমের ফুল চাষ করা হয়। এখান থেকেই ফুল পাড়ি দেয় দিল্লি, গুজরাট,আসাম,কুচবিহার, শিলিগুড়ি সহ বিভিন্ন জায়গায়। চাষিরা ফুল নিয়ে বিক্রি করতে আসেন নদীয়ার ধানতলা নোকারি ফুলের বাজারে। রানাঘাট স্টেশন থেকে কয়েক কিলোমিটার ভিতরেই ধানতলা নোকারী ফুলের বাজার। স্বাভাবিকভাবেই কলকাতা সহ বিভিন্ন জায়গা থেকে ক্রেতারা আসেন ফুল কিনতে। এছাড়াও বিভিন্ন জেলা ছাড়িয়ে রাজ্য থেকেও ক্রেতা অর্ডার দিয়ে যাচ্ছেন ফুলের। আর সেই ফুল প্যাকিং হয়ে পৌঁছে যাচ্ছে বিভিন্ন জায়গায়। তবে এবছর ঠান্ডা কিছুটা দেরিতে পড়লেও সেভাবে সমস্যায় পড়তে হয়নি ফুল চাষীদের। চাষীদের কথায় এ বছর তারা সেভাবে দামও পাচ্ছেন না ফুলের। অন্যদিকে অকাল নিম্নচাপ বৃষ্টির জেরে ফুল গাছ নষ্ট হয়ে গিয়েছে। এছাড়া বৃষ্টির কারণে ফুলের কালার নষ্ট হয়ে গিয়েছে। যার ফলে ফুলের দাম পাচ্ছেন না চাষিরা। আর তাই ক্ষতির মুখে পড়তে হয়েছে ফুল চাষীদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here