আজাদ রহমানের উদ্যোগে এমএলএ কাপ ২০২৩ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হলো বাম শরন্যা ময়দানে।

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- প্রতি বছরের ন্যায় এ বছরও বৈকুন্ঠপুর এক গ্রাম পঞ্চায়েতের পরিচালনায় ও বৈকুন্ঠপুর এক গ্রাম পঞ্চায়েতের সঞ্চালক আজাদ রহমানের উদ্যোগে এমএলএ কাপ ২০২৩ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হলো বাম শরন্যা ময়দানে। আজ ফাইনাল খেলায় মুখোমুখি হয়েছিল বাম এস এস সি ও রায়ান এম এস জি। প্রথমে ব্যাট করতে নেমে বাম এস এস সি কুড়ি ওভার শেষে ৬৬ রান করে।খেলতে নেবে রায়ান এম এস জি ১২ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেয়। জয়ী টিমের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন বিধায়ক নিশীথ মালিক,বৈকুন্ঠপুর এক গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জয়দেব ব্যানার্জী। প্রতিবছর এই খেলার আয়োজন করেন বৈকুন্ঠপুর ১ গ্রাম পঞ্চায়েতের সঞ্চালক আজাদ রহমান। ক্যামেরার মুখোমুখি হয়ে বৈকুন্ঠপুর এক গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জয়দেব ব্যানার্জি বলেন, মানুষের মধ্যে খেলার উদ্দীপনা বাড়ানোর জন্যই প্রতি বছর আমরা এই এম এল এ কাপ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয়। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্লাবগুলিকে যে অর্থ দেন তা শুধুমাত্র পুজো করার জন্য নয় সারাবছর খেলোয়াড়রা যাতে মাঠমুখি থাকে তার জন্য তিনি দেন। তাই আমাদেরও কর্তব্য পঞ্চায়েতের পক্ষ থেকে মানুষকে মাঠ-মুখী করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *