পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বিজেপির কোন প্রার্থী তালিকা এখনও বেরোয়নি। যে কেউ বার করে বিজেপির নামে চালিয়ে দেবে না কি! বিজেপি কি দেউলিয়া পার্টি? সাম্প্রতিক সমাজ মাধ্যমে বিজেপির চব্বিশের ভোটের তালিকায় ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রে নাম প্রকাশ প্রসঙ্গে পূর্ব মেদিনীপুর জেলার এগরায় বুথ ভিত্তিক কর্মী সম্মেলনে যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এহেন মন্তব্য করেন মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। তিনি জানিয়েছেন, কেবল ভোট কেনার জন্যই মমতা ব্যানার্জী লক্ষীর ভাণ্ডার বাংলায় চালু করেছেন। উত্তর প্রদেশে এসপি ও তৃণমূলের আসন সমঝোতা প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, কার কি লাভ হবে। তেলে ও জলে কখনো মেশে নাকি! উত্তর প্রদেশে কি তৃণমূল আছে, আর বাংলায় কি এস পি আছে না কি! এই ধরনের সমঝোতায় হবে। এখানে সিপিএম, কংগ্রেসের সঙ্গে হবে না। এসপির সঙ্গে হবে, ডিএমকে’র সঙ্গে হবে। আগামী লোকসভা নির্বাচনে বিজেপির রেকর্ড ভোটে জিতবে বলে আশাবাদী সাংসদ দিলীপ ঘোষ। তবে বিজেপিকে কটাক্ষ করতে অবশ্য দেরি করেনি রাজ্যের শাসকদল। এগরা শহর তৃণমূল সভাপতি উদয় শঙ্কর পাল জানিয়েছেন, বিজেপি সাংসদ দিলীপ ঘোষ কখন কি বলে তার মাথা মুন্ডু ঠিক নেই। দিলীপ বাবু সাংসদ থাকা কালীন পাঁচ বছর মেদিনীপুরের মানুষের জন্য কোন কিছুই কাজ করেননি। এবারে দিলীপ বাবু মেদিনীপুর লোকসভায় দাঁড়ালে প্রায় ৩ লক্ষ ভোটে হারবেন।