পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- ৫০০ টাকায় বর্ধমান থেকে ব্যাঙ্গালুরুতে পৌঁছবে অমৃত ভারত ট্রেন । মালদহ টাউন স্টেশন থেকে চালু হল “অমৃত ভারত” এক্সপ্রেস এবং ব্যাঙ্গালোর পৌছবে বহু প্রতীক্ষিত এই ট্রেন টি। রেল সূত্রে জানা যায়,সব মিলিয়ে ২২ টি কামরা থাকবে এই ট্রেনে। যার মধ্যে আটটি সাধারণ কামরা। যাত্রী স্বাচ্ছন্দের আধুনিক নানা সুবিধা থাকছে এই অমৃত ভারত এক্সপ্রেসে প্রতিটি কোচে রয়েছে সিসিটিভি ক্যামেরা, ডিজিটাল ডিসপ্লে বোর্ড,পর্যাপ্ত চার্জিং পয়েন্ট, আধুনিক শৌচালয় সহ নানান সুবিধা থাকবে । আজ বর্ধমান স্টেশন উপস্থিত ছিলেন বর্ধমান-দূর্গাপুর লোকসভার সাংসদ এস এস আলুওয়ালিয়া , হাওড়া ডিভিশনের ডিআরএমসহ রেলের আধিকারিকরা। দেশের মধ্যে দ্বিতীয় এই অমৃত ভারত এক্সপ্রেস চলছে বর্ধমানের উপর দিয়ে। বর্ধমান স্টেশনের মুকুটে ‘অমৃত ভারত’ এক্সপ্রেস নতুন পালক জুড়লো এমনটাই মনে করছেন রেল কর্তৃপক্ষ থেকে জনপ্রতিনিধিরা এবং আজকের দিনের সাক্ষী থাকা ট্রেন যাত্রীরা।