মালদা টাউন স্টেশন থেকে চালু হল “অমৃত ভারত” এক্সপ্রেস।

0
224

নিজস্ব সংবাদদাতা, মালদা: – সারাদেশে ছটি বন্দে ভারত ও দুটি অমৃত ভারত অযোধ্যা থেকে উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশের মধ্যে দ্বিতীয় অমৃত ভারত” এক্সপ্রেস পেল মালদা।
মালদা টাউন স্টেশন থেকে চালু হল “অমৃত ভারত” এক্সপ্রেস। অজ মালদা থেকে ব্যাঙ্গালোর পৌছবে বহু প্রতীক্ষিত এই ট্রেন। ৪২ ঘন্টায় মালদা থেকে ব্যাঙ্গালোর পৌছবে এই ট্রেন। ঘন্টায় গতিবেগ হবে ১৩০ কিলোমিটার। সব মিলিয়ে ২২ টি কামরা থাকবে এই ট্রেনে। যার মধ্যে আটটি সাধারণ কামরা। যাত্রী স্বাচ্ছন্দের আধুনিক নানা সুবিধা থাকছে এই অমৃত ভারত এক্সপ্রেসে। প্রতিটি কোচে সিসিটিভি ক্যামেরা, ডিজিটাল ডিসপ্লে বোর্ড, পর্যাপ্ত চার্জিং পয়েন্ট, আধুনিক শৌচালয় সহ নানা সুবিধা থাকবে এই ট্রেনে। আজ উদ্বোধন অনুষ্ঠানে মালদা টাউন স্টেশন উপস্থিত ছিলেন ডিআরএম বিকাশ চৌবে, মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মু, দক্ষিণ মালদা কেন্দ্রের কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরী,ইংরেজবাজারের বিধায়ক শ্রীরুপামিত্র চৌধুরী, ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। দেশের মধ্যে দ্বিতীয় এই অমৃত ভারত এক্সপ্রেস চলছে মালদহ হয়ে। মালদা টাউন স্টেশনের মুকুটে ‘অমৃত ভারত’ এক্সপ্রেস নতুন পালক। এমনটাই মনে করছেন রেল কর্তৃপক্ষ থেকে জনপ্রতিনিধিরা এবং আজকের দিনের সাক্ষী থাকা ট্রেন যাত্রীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here