কবি মৌসুমী ডিংগাল এর মানবিক উদ্যগ।

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ-  বর্ষবরণের কয়েক ঘন্টা আগেই সাংবাদিক আব্দুল হাইয়ের মানবিক আবেদনে সাড়া দিয়ে বাঁকুড়ার ইন্দাসে ছুটে এলেন কলকাতার বাসিন্দা কবি মৌসুমী ডিংগাল। তিনি পেশায় স্কুল শিক্ষিকা। সাহিত্যকে ভালোবেসে কবিতা, গান,গল্প ইত্যাদি লেখার সঙ্গে সঙ্গে নিয়মিত ভাবে “পথের দাবী” সাহিত্য পত্রিকা সম্পাদনা করেন। এদিন ওনার সঙ্গে এলেন “পথের দাবী” সাহিত্য পত্রিকার সভাপতি কবি অভিজিৎ সিনহাও।
বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের জাগলদ্বীপ গ্ৰামের আদিবাসী পরিবারের কচিকাঁচাদের একটু আনন্দ দিতে আর একটু খুশিতে রাখতে সকলকে দ্বারকেশ্বর নদীর তীরে নিয়ে গিয়ে পেট পুরে বিরিয়ানি খাওয়ালেন। ১ লা জানুয়ারি দ্বারকেশ্বর নদীতে প্রচুর মানুষের ভিড় উপচে পড়ে, তাই একদিন আগেই আদিবাসী পরিবারের কচিকাঁচাদের এবং কন্যাশ্রী প্রাপ্ত ছাত্রীদের নিয়ে চড়ুইভাতির আয়োজন করলেন।কবি মৌসুমী ডিংগালকে হয়তো সবাই ভুলে যায়নি। এর আগেও প্রতিবন্ধী দিবসে ইন্দাসের বিভিন্ন এলাকায় প্রতিবন্ধীদের নতুন বস্ত্র ও পুস্পস্তবক দিয়ে সম্বর্ধনা জানিয়েছিলেন তিনি। সাংবাদিকের কাছে কচিকাঁচাদের কথা শুনে, ওনার কোমল হৃদয়কে নাড়া দেয়।

কবি মৌসুমী ডিংগাল দিদি ও অভিজিৎ বাবুর এই মহৎ উদ্যোগ নিঃসন্দেহে মানবিক;বর্তমান স্বার্থমগ্ন যুগে কেউই অপরের দুর্দশার কথা ভাবতে চায় না। তবুও মৌসুমী ডিংগাল দিদির মত কিছু মানুষ আছেন বলেই পৃথিবীটা আজও সুন্দর। পৃথিবী থেকে মনুষ্যত্ত্ববোধ, সহমর্মিতা, মানবিকতা এখনো টিকে আছে।
মোর নাম এই বলে খ্যাত হোক,আমি তোমাদেরই লোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *