নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- রবিবার জয় বাংলা ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। এদিন জটেশ্বর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ওই শিবিরটি অনুষ্ঠিত হয়। জানা গিয়েছে, বিভিন্ন বিষয়ের অভিজ্ঞ চিকিৎসকরা ওই শিবিরে উপস্থিত ছিলেন। এই শিবিরে এলাকার অসংখ্য মানুষ স্বাস্থ্য পরীক্ষা করতে আসেন। এলাকায় বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির পেয়ে এলাকাবাসীরা ভীষণ খুশি। এছাড়াও এদিন বিকালে ওই স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়।
বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন জটেশ্বর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে।

Leave a Reply