বীরভূম, নিজস্ব সংবাদদাতাঃ- ডিস্ট্রিক্ট কাউন্সিল ফর স্কুল গেমস এন্ড স্পোর্টস এর উদ্যোগে স্কুল ক্রিকেট কম্পিটিশন বীরভূম এর ক্রিকেট প্র্যাক্টিস শুরু হলো বোলপুর শিক্ষানিকেতন আশ্রম বিদ্যালয়ের মাঠে। সহযোগিতার বিশ্বপরিচয় ক্রিকেট অ্যাকাডেমি , পারুলডাঙা । প্রধান শিক্ষক প্রশান্ত কুমার দাস জানান যে একাডেমীর সহযোগিতার এখানে যে ক্রিকেট মাঠটি তৈরি হয়েছে যেখানে ক্রিকেট এর আধুনিক সমস্ত সুযোগ সুবিধা আছে । ডিস্ট্রিক্ট এর এই দল এখানে প্র্যাক্টিস করে খুব খুশি।
কারণ এখানে দুটি টার্ফ পিচ সঙ্গে বড়ো মাঠ যেখানে ম্যাচ খেলার সুবিধা আছে। দুটি কংক্রিট পিচ, অস্ট্রো টার্ফ, আরো অনেক কিছু।
দলের কোচ ও প্লেয়াররা এই ম্যাচ এ খেলার সুযোগ পেয়ে খুব খুশি, ও ভবিষ্যতে এই মাঠে যাতে প্র্যাক্টিস করানো যায় তা?র আবেদন করবে l বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত কুমার দাস আরো জানান যে স্কুলের সাথে যুক্ত থাকার ফলে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের ও হোস্টেলে থাকা আবাসিক ছাত্ররা খেলার সুযোগ পায় ।
ডিস্ট্রিক্ট কাউন্সিল ফর স্কুল গেমস এন্ড স্পোর্টস এর উদ্যোগে স্কুল ক্রিকেট কম্পিটিশন বীরভূম এর ক্রিকেট প্র্যাক্টিস শুরু হলো বোলপুর শিক্ষানিকেতন আশ্রম বিদ্যালয়ের মাঠে।

Leave a Reply