তৃণমূলের গুন্ডা এখন নেই, তাই পুলিশ গুন্ডার মতো কাজ করছে : হিরণ চট্টোপাধ্যায়।

নিজস্ব সংবাদদাতা, মালদা: – পুলিশের বিরুদ্ধে গুন্ডাগিরির অভিযোগ। অভিযোগ তুললেন বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি তথা বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। পুরাতন মালদার সেতু মোড়ে সাংবাদিক বৈঠকে পুলিশকে আক্রমণ করেন তিনি। গত, ২৫ ডিসেম্বর গাজলের শহীদপুর মোড়ের বাড়ি থেকে যুব মোর্চার জেলার সাধারণ সম্পাদক প্রশান্ত মাহাতকে মোটর বাইক চুরির অপবাদ দিয়ে তাঁর উপরে অমানুষিক অত্যাচার চালায় পুলিশ বলে অভিযোগ। অভিযোগ, পুলিশের মারে অচৈতন্য হয়ে পড়লে গাজল গ্রামীণ হাহপাতালে তাঁকে ভর্তি করানো হয়। তবে সরকারি হাসপাতালে শারীরিক নির্যাতনের কথা উল্লেখ থাকলেও পুলিশের নাম লেখা হয়নি বলে সরব হন হিরণ। এদিন প্রশান্তকে পাশে নিয়ে পুলিশের বিরুদ্ধে আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি। মোটর বাইক চুরির অপবাদ দিয়ে ষদলীয় নেতাকে মিথ্যে অপবাদ দিয়ে মারধরের অভিযোগ তুলে পুলিশকে ‘গুন্ডা’ বলে আক্রমণ করলেন বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি হিরন চট্টোপাধ্যায়। শনিবার রাতে পুরাতন মালদহের সেতু মোড়ের এক হোটেলে আক্রান নেতা প্রশান্ত মাহাতকে সঙ্গে নিয়ে সাংবাদিক বৈঠক করেন তিনি। তিনি বলেন, “তৃণমূলের গুন্ডা এখন নেই। তাই পুলিশ গুন্ডার মতো কাজ করছে। আমাদের নেতাকে নৃশংস ভাবে থানায় নিয়ে গায়ে পুলিশ মারধর করেছে। এরই প্রতিবাদে আমরা আগামীতে আন্দোলন করব।” এছাড়া রাজ্যের ফিল্ম ফেসটিভ্যালে সালমন খানের সঙ্গে মুখ্যমন্ত্রীর নাচ নিয়েও কটাক্ষ করেন তিনি। তিনি জানান, সালমান খান রাজ্যের পরিস্থিতি জানলে তিনি নাচা তো দূরের কথা বাংলাতেই আসতেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *