পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের রূপনারায়ণ নদীর বুক থেকে প্রশাসনের নাকের ডগায় অবৈধ ভাবে রমরমিয়ে চলছে বালি চুরির কাজ।

0
124

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের রূপনারায়ণ নদীর বুক থেকে প্রশাসনের নাকের ডগায় অবৈধ ভাবে রমরমিয়ে চলছে বালি চুরির কাজ। প্রশাসনকে জানিও কোন সূরাহা হয়নি বলে অভিযোগ স্থানীয় মানুষ জনদের। প্রশাসনের নাকের ডকাতেই দেদার চলছে বালি চুরি। নদীর মাঝখান থেকে বালি কেটে নেওয়ার ফলে রূপনারায়ন নদীর পাড় ধসে যাওয়ার আশঙ্কা বোধ করছেন স্থানীয় মানুষ জন। এর আগে এই নদীর পাড়ে থাকা রাস্তার পাড় ভেঙে যায়, প্লাবিত হয় গোটা এলাকা, ধসতে শুরু করেছে নদীর পাড়, তবুও হোলদোল নেই প্রশাসনের। দিনের পর দিন, দিন রাত করে অবৈধ ভাবে চলছে বালি কাটা। ট্রলার নৌকায় করে বালি তুলে অন্যত্র পাচার বিক্রি করার অভিযোগ তুলছেন স্থানীয় মানুষ জন। নদীর বুক থেকে বালিকাটার ফলেই নদীর নাব্যতার ব্যপক হারে ক্ষতির আশঙ্কায় রয়েছেন স্থানীয় এলাকাবাসীরা। এই অবৈধ বালিচুরি বন্ধ হলে তবেই হয়তো বাঁচবে রূপনারায়ণ নদীর পাড়। নয়তো ভয়াবহ বিপদের সম্মুখীন হতে হবে কোলাঘাট বাসীদের এমন টাই মনে করছেন কোলাঘাটের মানুষ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here