বছরের শেষে নতুন বছরে আসতে আর হাতেগোনা কয়েক ঘন্টা বাকি তার আগে নতুন বছরকে উৎসব সাথে বরণ করতে দেখা গেল।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- এবার ভীর জমাছে টাইগার হিলে মালদহের বামনগোলা ব্লকে পাকুয়াহাট এলাকায়। বছরের শেষে নতুন বছরে আসতে আর হাতেগোনা কয়েক ঘন্টা বাকি তার আগে নতুন বছরকে উৎসব সাথে বরণ করতে দেখা গেল মালদা শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে রয়পছে বামনগোলা ব্লকের জগদ্দলা অঞ্চলের টাইগার হিল পাহাড়ে।অনেকেই দেখেছেন দার্জিলিং রয়েছে টাইগার হিল। এবার মালদহের বামনগোলা ব্লকের জগদ্দলা অঞ্চলে ১২ মাইল এলাকায় রয়েছে সুন্দর পরিবেশের এই টাইগার হিল আর এই টাইগার হিলে পিকনিকের আসল মেতেছে ৮ থেকে ৮০ সকলেই দার্জিলিংয়ের পাহাড় না থাকলেও বেশ সুন্দরভাবে গুছানো এই পরিবেশ আর এই পরিবেশে পিকনিকে মজা নিতে আসছেন সাধারণ মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *