নিজস্ব সংবাদদাতা, মালদা:- মানিকচকে বর্ষবরণের রাতে মালদায় বিপুল পরিমাণে গাজা সহ ঝাড়খণ্ডের এক পাচারকারীকে পাকড়াও করল মানিকচক থানার পুলিশ। পুলিশ এই পাচারকারীকে মানিকচকের চন্ডিপুর এলাকায় নাকা চেকিং পয়েন্টের কাছে পাকড়াও করে।তল্লাশিতে ধৃতের হেফাজত থাকে উদ্ধার হয়ে প্রায় কুড়ি কেজি গাঁজা।পুলিশ সূত্রে জানা গেছে,ধৃত পাচারকারীর নাম প্রমোদ কুমার সিং । বয়স আনুমানিক ৪৮ বছর। বাড়ি ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলায়। সে একটি ভাড়া গাড়ি করে তার কাছে থাকা একটি ট্রলি ব্যাগ করে সাহেবগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিল। এই সময় মালিশচক থানার পুলিশ থাকা পাকড়ায় পড়ে। সোমবার ধৃতকে পাঁচ দিনের পুলিশি হেফাজত চেয়ে মালদা জেলা আদালতে পেশ করা হয়।
মানিকচকে বর্ষবরণের রাতে মালদায় বিপুল পরিমাণে গাজা সহ ঝাড়খণ্ডের এক পাচারকারীকে পাকড়াও করল মানিকচক থানার পুলিশ।

Leave a Reply