দক্ষিণ দিনাজপুর জেলার মহকুমা শহর গঙ্গারামপুর পৌরসভার ১৮টি ওয়ার্ডের ২৪ জন বিধবা মহিলাদের এককালীন ৪০ হাজার টাকার চেক তুলে দেওয়া হল।

গঙ্গারামপুর-দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা: – পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্প ও তাকে মান্যতা দিয়ে দক্ষিণ দিনাজপুর জেলার মহকুমা শহর গঙ্গারামপুর পৌরসভার ১৮টি ওয়ার্ডের ২৪ জন বিধবা মহিলাদের এককালীন ৪০ হাজার টাকার চেক তুলে দেওয়া হল। মঙ্গলবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পৌরসভার উদ্যোগে পৌরপিতা প্রশান্ত মিত্র তাঁদের হাতে এককালীন ৪০ হাজার টাকার চেক তুলে দেন, পাশাপাশি ঐ ২৪ জনকে আরও সুবিধা দিতে উদ্যোগ নিল গঙ্গারামপুর পৌরসভা। মূলত, গঙ্গারামপুর পৌরসভার তরফে ও পশ্চিমবঙ্গ সরকারের এই প্রকল্পকে মান্যতা দিয়ে সমব্যথী জানিয়ে অতি দ্রুততার সাথে ঐ ২৪ জনের পৌরসভার বাড়ি করে দেওয়া হবে বলে জানান চেয়ারম্যান প্রশান্ত মিত্র। গঙ্গারামপুর পৌরসভার তথা পৌরপিতা প্রশান্ত মিত্রর এই উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন সকলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *