বাঁকুড়ার তথা আদিবাসী সংস্কৃতির নিদর্শন দেখতে ডেনমার্ক এর কোপেনহেগেন শহর থেকে এসেছেন একাধিক পর্যটকরা।

0
6

নিজস্ব সংবাদদাতা,বাঁকুড়া: – মেলার নাম খেরওয়াল তুকৌ। “খেরওয়াল তুকৌ” হল একটি আদিবাসী শব্দ। “খেরওয়াল” শব্দের অর্থ মানুষ এবং “তুকৌ” মানে মিলনমেলা। মানুষের মিলনমেলার এই উৎসব পালন করা হয় বর্ষবরণের সময়। আদিবাসী এই মহোৎসবে জমা হন হাজার হাজার মানুষ। রঙিন এই মিলন মেলায় গোটা রাজ্য থেকে বিভিন্ন আদিবাসী লোক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে যেমন, পুরুলিয়ার কাশীপুরের আদিবাসী নৃত্য, মালদার গম্ভীরা। শময়িতা মঠের পরিচালনায় ২৮ তম খেরওয়াল তুকৌ পালিত হল বাঁকুড়ায়। মেলা, আদিবাসী শিল্প থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠান সঙ্গে সকলের জন্যে মধ্যাহ্ন প্রসাদের ব্যবস্থা খেরওয়াল তুকৌতে। থাকছে শুশুনিয়া পাহাড়ের পাদদেশে, শিউলিবোনা গ্রামের উপকণ্ঠে আনুমানিক ২৪-২৫ হাজার মানুষ, এমনটাই জানালেন শময়িতা মঠের সম্পাদিকা ঋষি ঋদ্ধা অনাহতা।

বাঁকুড়ার তথা আদিবাসী সংস্কৃতির নিদর্শন দেখতে ডেনমার্ক এর কোপেনহেগেন শহর থেকে এসেছেন একাধিক পর্যটকরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here