নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে মৃত্যু হয়েছিল দুই অনুপ্রবেশকারীর ওই দুজনের মৃতদেহ BSF এর পক্ষ থেকে এদিন তুলে দেওয়া হয় বাংলাদেশ BGP এর হাতে। জানা যায় নদীয়ার কৃষ্ণ গঞ্জের ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী গোবিন্দপুর এলাকায় গত ১৬ ডিসেম্বর রাত আনুমানিক বারোটা নাগাদ বাংলাদেশ থেকে দুই অনুপ্রবেশকারী তার কেটে ভারতে প্রবেশ করার চেষ্টা করলে বিএসএফ তার রাখার চেষ্টা করে। কিন্তু বিএসএফের কথায় কোনো কর্ণপাত না করে অফুরন্ত বিএসএফকে আঘাত করার চেষ্টা করলে বিএসএফ নিজেদের প্রাণ রক্ষার্থে গুলি চালাতে বাধ্য হয় এবং BSF এর গুলিতে তারা পান হারিয়েছিল। এরপর দেহ দুটিকে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছিল শক্তিনগর জেলা হাসপাতালে। এদিন বিএসএফের পক্ষ থেকে বাংলাদেশ বিজেপির হাতে দেহ দুটিকে হস্তান্তর করা হয়।