মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকের আইনের বিরোধিতা করে প্রায় দুইশত গাড়ির চালক বর্ধমান কালেক্টর দপ্তরে হাজির হলেন।

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ-ভারতীয় ন্যায় সংহিতায় পথ দুর্ঘটনা আইন আরো কঠোর করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। যে আইন কে বাণিজ্যিক পরিবহনের সঙ্গে যুক্ত চালকদের ওপর অত্যাচার বলে অভিযোগ উঠছে। মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকের আইনের বিরোধিতা করে প্রায় দুইশত গাড়ির চালক বর্ধমান কালেক্টর দপ্তরে হাজির হলেন, অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন পূর্ব বর্ধমান জেলা কমিটির তরফে।
পথ দুর্ঘটনা আইনে দশ বছরের কারাদণ্ড ও ৭ লক্ষ টাকা পর্যন্ত জরিমানার বিধানের বিরুদ্ধে ট্রাক চালকদের আন্দোলন আরো তীব্র হবে বলে জানান উপস্থিত ট্রাক চালকরা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক দ্বারা আইনের বিরুদ্ধে দেশজুড়ে সরব হয়েছে বিভিন্ন ট্রাক চালক সংগঠন গুলি এবার একই পথে সামিল হলো অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন পূর্ব বর্ধমান জেলা কমিটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *