মঙ্গলবার বৈকুন্ঠপুর-১ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জোতরাম হাই স্কুল থেকে বসা পরিষেবা প্রধান শিবির থেকে বিভিন্ন সার্টিফিকেট তুলে দেওয়া হলো আবেদনকারীদের হাতে।

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- সদ্য শেষ হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের অষ্টম পর্যায়ের দুয়ারে সরকার শিবির। সেই সময় যে সকল উপভোক্তারা বিভিন্ন পরিষেবা নেওয়ার জন্য আবেদন করেছিলেন তাদের মধ্যে থেকে মঙ্গলবার বৈকুন্ঠপুর-১ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জোতরাম হাই স্কুল থেকে বসা পরিষেবা প্রধান শিবির থেকে বিভিন্ন সার্টিফিকেট তুলে দেওয়া হলো আবেদনকারীদের হাতে। এদিন উপভোক্তারাদের রেশন কার্ড থেকে শুরু করে সামাজিক সুরক্ষার যোজনা সহ একাধিক কার্ড ও কাগজ তুলে দেওয়া হয়। এত কম সময়ের মধ্যে এই পরিষেবা পেয়ে সকলে খুশি। উপস্থিত ছিলেন বর্ধমান-২ ব্লকের মৎস্য সম্প্রসারণ আধিকারিক তীর্থ ভট্টাচার্য, বৈকুন্ঠপুর-১ গ্রাম পঞ্চায়েতের প্রধান রাখি সাঁতরা, উপপ্রধান জয়দেব ব্যানার্জী অঞ্চল সভাপতি সেখ, আজাদ রহমান সহ আরও অনেক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *