শহরের বিভিন্ন ধরনের ফুলের বাহার দেখতেই পর্যটকদের ভিড় জমলো বছরের শুরুতে।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বছরের শুরুতেই পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া ক্ষীরাই স্টেশন এলাকার দোকান্ডা ফুলের শহর ফুলের বাগানে উপচে পড়লো মানুষের ভিড়। অনুসরণ করুন শহরের বিভিন্ন ধরনের ফুলের বাহার দেখতেই পর্যটকদের ভিড় জমলো বছরের শুরুতে। অনেকেই সেলফিতে ব্যস্ত ফুলের শহরে। দূর দূরান্ত থেকে বিভিন্ন মানুষজন আসছেন এই ফুলের বাগানে। এমনকি বিভিন্ন ফুলের বানানো হেয়ার বিন মাথায় করে ঘুরতে দেখা যায় পর্যটকদের। একদিকে যেমন সকলেই আজকের দিনে পিকনিকে ব্যস্ত, অন্যদিকে ফুলের শহরে মানুষের উপচে পড়া ভিড় দেখা গেল। যদিও করা পুলিশে নিরাপত্তার মধ্যে রয়েছে এই ফুলের শহর যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য পুলিশ প্রশাসন করা প্রহরায় রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *