একাধিক প্রসঙ্গ নিয়ে তৃণমূলকে নিশানা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  রাম মন্দির ইসু, দুর্নীতি ইস্যু, মুছে ফেলতে পিসি ভাইপো ড্রামা হচ্ছে, বুধবার পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামের দাউদপুর ভাটপুকুর বাজারে গ্রামীণ গৌরাঙ্গ মহোৎসবে উপস্থিত হয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী.তৃণমূলের আদি নব্যদ্বন্দ্বকে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি সাজানো প্ল্যানিং বলে দাবি করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, পাশাপাশি
পূর্ব বর্ধমানের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে তিনি বলেন নিত্যদিনের ঘটনা।রাজ্যে আইনশৃঙ্খলা অবনতির জন্য পিসি ভাইপোর কোম্পানি দায়ী। অন্যদিকে
তৃণমূলের নবীন,প্রবীণের দ্বন্দ্ব আসলে পিসি ভাইপোর গটাআপ,রাম মন্দির ইসু, দুর্নীতি ইস্যু, মুছে ফেলতে পিসি ভাইপো ড্রামা হচ্ছে। প্রতিনিয়ত পিসি ভাইপোর সঙ্গে মিটিং হচ্ছে, পাশাপাশি অভিষেককে উল্লেখ করে শুভেন্দু বলেন যে লোকটা বলেছিল তার চুরি প্রমাণিত হলে ফাঁসি দড়িতে ঝুলে পড়বে,তার কোম্পানির ৭ কোটি ৫৬ লক্ষ টাকার প্রপার্টি অ্যাটাচমেন্ট হলো, লিভ এন্ড বাউন্সি চেক পাওয়ার কার ছিল অভিষেক ব্যানার্জি এই কোম্পানির ডিরেক্টর ছিলেন কথা ব্যানার্জি রুজিরা ব্যানার্জি। এটা নিউজ হওয়া উচিত ছিল এই রাজ্যের মুখ্যমন্ত্রীর পরিবারের কোম্পানি লিপ্স এন্ড বাউন্স। যার ৭কোটি ৫৬ লক্ষ টাকা মানি লন্ডারিং এ এস্টাবলি ইন ফ্রন্ট অফ কোট।
ভাইপো পিসির সঙ্গে রাজিব কুমারেরএক ঘন্টা মিটিং হয়েছে।গত পরশু পিসির সাথে মিটিং করেছে ভাইপো। নিয়মিত ওদের যোগাযোগ আছে কৌশল করে নবীন প্রবীণ করছে। যাতেকরে দুর্নীতি জুড়ে রাম মন্দিরের যে আবেগ তৈরি হয়েছে নষ্ট করার জন্য পিসি ভাইপো দুজনে মিরে প্ল্যান করে এগুলো করছি।
আমি মিডিয়ার সামনে বলবো একটা দরিদ্র পরিবার খালপাড়ে থাকা পরিবার, কিকরে ৬০০ কোটি টাকার প্রপার্টি লিভস এন্ড বাউনসে এবং ৭ কোটি ৫৬ লক্ষ টাকা লিপস এন্ড বাউন্ডসে এটেচ হয়েছে। এই ভাইপো বলেছিলেন যেদিন চুরি প্রমাণিত হবে সেদিন একাই ফাঁসির দড়িতে ঝুলে যাব। সেগুলো হচ্ছে না কেন আজকে??

ওদের কোন ড্রামা বাজিতে আমি নেই, লিপস এন্ড বাউন্স মমতা ব্যানার্জি এবং তার পরিবারের কোম্পানি, তার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে, মানিলন্ডারিং ধরা পড়েছে। প্রমাণিত হয়েছে মমতা ব্যানার্জি চোর, তার পরিবার চোর, লিপস অ্যান্ড বাউন্ড চোর, তার গোটা গোষ্ঠী চোর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *