নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- দুষ্কৃতীর ধারালো অস্ত্রের এলোপাথাড়ি কোপে গুরুতর জখম হলেন মধ্যবয়সী ১ মহিলা। যখন মহিলার নাম মালতি বিশ্বাস। বাড়ি নদীয়ার চাকদা থানার মদনপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের কাজির বাগান গলায় দড়ি পাড়া এলাকায়। কর্মসূত্রে ওই মহিলার ছেলে ও স্বামী সঞ্জিত বিশ্বাস বাইরে থাকার সুবাদে বাড়িতে তিনি তাঁর বিবাহিত মেয়েকে নিয়ে বসবাস করতেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দুষ্কৃতীর ধারালো অস্ত্রের আঘাতে ওই মহিলার হাত ও কানে গভীর ক্ষত সৃষ্টি হয়। এই দিন রাতেই স্থানীয়রা তাকে উদ্ধার করে জহরলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যায়, সেখানে তাঁর অস্ত্রোপচার করেন ডাক্তাররা। তবে আঘাত গুরুতর হওয়ার কারণে তাঁর একটি হাত বাঁধ দেওয়া যেতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে। এই প্রসঙ্গে আক্রান্ত মহিলা মালতি বিশ্বাসের মেয়ে অপর্না দাস বলেন, এই দিন রাতে পাড়ার দোকান থেকে বাড়ি ফিরছিলেন তিনি। সেই সময় জায়গাটা অন্ধকার থাকার সুযোগে ধাঁরালো অস্ত্র নিয়ে তাঁর ওপর চড়াও হয় এক দুষ্কৃতী। অস্ত্রের আঘাতে গুরুতর জখম অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তার আত্মনাদে এলাকাবাসীরা ছুটে এলে পালিয়ে যায় ওই দুষ্কৃতী। তবে কি কারণে তাঁর ওপর হামলা করা হলো তা বুঝে উঠতে পারছেন না এলাকাবাসী থেকে শুরু করে পরিবারের লোকেরা। মালতি বিশ্বাসের হাত ও মাথায় আঘাত গুরুতর হওয়ার কারণে তিনি কথা বলার মত পরিস্থিতিতে নেই যার কারণে মূলত কি কারণে তার ওপর হামলা করা হলো সেই বিষয়ে এখনো কিছু জানা যায়নি বলে দাবি পরিবারও স্থানীয় বাসিন্দাদের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে চাকদা থানার পুলিশ।