মানসিক অবসাদে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  সংসারে অনটন, কামারের কাজ করে সংসারের হাল ধরতে না পারায় মানসিক অবসাদে কামারের দোকানেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করল এক কর্মকার। যদিও ব্যক্তির আকস্মিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে নদীয়ার শান্তিপুর ব্লকের আর বলদা গ্রামে। জানা যায় মৃত ব্যক্তির নাম গণেশ কর্মকার বয়স ৫২ বছর। পরিবার সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় ওই ব্যক্তির বাড়ির পাশেই তার কামারের দোকানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। খবর পেতেই ঘটনাস্থলে ছুটে যায় পরিবারের লোকজন এরপর ঝুলন্ত দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। পরিবারের দাবি, দীর্ঘ বছর ধরে ওই ব্যক্তি কামার শিল্পের কাজ করতো কিন্তু বর্তমান পরিস্থিতিতে এই শিল্পের খুবই দুরবস্থা। আগের মত রোজগার পাতি নেই বলেই বিভিন্ন জায়গায় ধার দেনায় জড়িয়ে পড়ে গণেশ কর্মকার। এর আগেও পরপর দুবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন তিনি, কিন্তু তৃতীয়বার একই ঘটনায় তার প্রাণ চলে গেল। যদিও গণেশ কর্মকারের একটি কন্যা সন্তান ও একটি পুত্র সন্তান রয়েছে, স্বভাবতই ব্যক্তির এইভাবে আকস্মিক মৃত্যুর ঘটনায় ভেঙে পড়ে গোটা পরিবার। বৃহস্পতিবার মৃতদেহটি উদ্ধার করার পাশাপাশি ময়না তদন্তের জন্য রানাঘাট পুলিশ মর্গে পাঠায় শান্তিপুর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *