সারা রাজ্য জুড়ে বিদ্যালয়,কলেজ ও বিশ্ববিদ্যালয়ে চলছে স্টুডেন্টস উইক।

আবদুল হাই, বাঁকুড়াঃ- সারা রাজ্য জুড়ে বিদ্যালয়,কলেজ ও বিশ্ববিদ্যালয়ে চলছে স্টুডেন্টস উইক।২ জানুয়ারি থেকে ৮ ই জানুয়ারি পর্যন্ত চলবে।সেইমত বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের আকুই কমলাবালা ওমেন্স কলেজের ছাত্রীরা রাস্তায় নেমে মোটরবাইক আরোহীদের সচেতন করতে দেখা গেল।আজ সকাল থেকে আকুই আউটপোষ্ট, হাসপাতাল রোড, আকুই স্কুল এবং বাজারে রাস্তায় রাস্তায় পোষ্টার নিয়ে ছাত্রীরা রেলি করে।আকুই আউটপোষ্ট এর পুলিশের সহযোগিতায় রাস্তা দিয়ে যে সকল মোটরবাইক বিনা হেলমেট ছাড়ায় যাওয়া আসা করছে তাদেরকে সচেতন করতে দেখা গেল ছাত্রীদের। হেলমেট ছাড়া গাড়ি চালালে যে কোন মুহুর্তে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। এমনকি জীবনহানি হতে পারে বলে মোটরবাইক আরোহীদের বোঝাই ছাত্রীরা।আকুই কমলাবালা ওমেন্স কলেজের ছাত্রীদের এই ধরনের উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছেন সর্বস্তরের মানুষেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *