জমির মালিকেরা একত্রিত হয়ে বিদ্যুতের টাওয়ারের ঠিকাদারি সংস্থার বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিয়ে কাজ বন্ধ করে বিক্ষোভ দেখালেন।

নিজস্ব সংবাদদাতা, মালদা:- চাষীদের ন্যায্য মূল্যের ক্ষতিপূরণ না দিয়ে হাই টেনশন বিদ্যুতের টাওয়ারের তার টানার প্রতিবাদে সরব হয়ে কাজ বন্ধ করে বিক্ষোভ দেখালেন এলাকার জমির মালিকেরা। এই মর্মে শুক্রবার সকালে মালদহের পুরাতন মালদা ব্লকের যাত্রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের পোপড়া এলাকায় জমির মালিকেরা একত্রিত হয়ে বিদ্যুতের টাওয়ারের ঠিকাদারি সংস্থার বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিয়ে কাজ বন্ধ করে বিক্ষোভ দেখালেন। তাদের দাবি, কৃষকদের জমির উপর দিয়ে হাই টেনশন বিদ্যুতের টাওয়ার বসাচ্ছে বিদ্যুৎ দপ্তর অথচ যে ঠিকাদারি সংস্থা কাজ করছে সে সরকারের ন্যায্য মূল্যে জমির ক্ষতিপূরণ দিচ্ছেন না বলে অভিযোগ। যদিও কাউকে দেওয়া হয় সেটিও স্বল্প। এ নিয়ে জমির মালিকেরা বিভিন্ন মহলে অভিযোগও জানিয়েছেন।
এদিকে জমির মালিকেরা জানান, যে ঠিকাদারি সংস্থা কাজ করছে সে জমির উপর দিয়ে বিদ্যুতের টাওয়ার বসানোর জন্য খননকার্য শুরু করেছে। যার ফলে জমিতে থাকা বিভিন্ন ধরনের ফসল নষ্ট হয়ে গেছে। তবুও এখনো পর্যন্ত সঠিক মূল্য দেওয়া হয়নি বলে অভিযোগ। তার কারণে আগে সঠিক মূল্য আমাদের কে দিতে হবে, না হলে আমরা জমিতে খননকার্য করতে দিবো না। এই অভিযোগ তুলে এদিন জোরদার বিক্ষোভ প্রদর্শন করে জমির মালিকেরা খননকার্য বন্ধ করে দেয়।
যদিও এ বিষয়ে বিদ্যুৎ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারি সংস্থার সাথে যোগাযোগ করা হলে তিনি কোন মন্তব্য করেননি।
পাশাপাশি এ বিষয়ে পুরাতন মালদা ব্লকের বিডিও সেঁজুতি পাল মাইতি মৌখিক ভাবে জানান, ঘটনাটা শুনেছি এ বিষয়ে আমার বিদ্যুৎ দপ্তরের সাথে যোগাযোগ করে সরজমিনে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

বাইট:-
১. মহম্মদ নুর (বিক্ষোভকারী)
১. প্রসেনজিৎ সরকার (বিক্ষোভকারী জমির মালিক)
২. আনেষ কিস্কু (বিক্ষোভকারী জমির মালিক)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *