কথাটা শুনলেও একটু অবাক লাগলেও কিন্তু পিঠে পুলি উৎসব চলছে বালুরঘাটে, তা আবার পুরোটাই শান্তিনিকেতনের আদলে।

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুর:- শান্তিনিকেতনের পৌষ পার্বণ মেলা এবার বালুরঘাটে। কথাটা শুনলেও একটু অবাক লাগলেও কিন্তু পিঠে পুলি উৎসব চলছে বালুরঘাটে, তা আবার পুরোটাই শান্তিনিকেতনের আদলে। বালুঘাট শহরের সংকেত ক্লাব তাদের ৫০ বছর পূর্ণ হওয়ার পক্ষ থেকে গত বছর থেকে এক অভিনব উদ্যোগ নিয়ে এই পৃথিবী উৎসব শুরু করেন। এই উৎসবের আমেজ সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট পরিমাণে সারা পড়েছিল বলে ক্লাব উদ্যোক্তার বক্তব্যে উঠে আসে আর সেই উপলক্ষে এই বছরেও আবারো শান্তিনিকেতনের আদলে তিথি পুলি উৎসব শুরু হয়েছে বালুরঘাট শহরে সংকেত ক্লাবের ক্লাব প্রাঙ্গনে। চলতি বছরের শুরুতেই আজ থেকে আগামী ১৫ই জানুয়ারি প্রত্যেকদিন বিকেলে এই মেলার আয়োজন করা হবে বলে জানান ক্লাব কর্তৃপক্ষ। এছাড়াও আজ এই ক্লাবের মেলার উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র এবং বালুরঘাট পৌরসভার পৌরপিতা অশোক মিত্র । তবে মাঙ্গলিক প্রদীপ জ্বালিয়ে পশ্চিমবঙ্গ ক্রেতা সুরক্ষা মন্ত্রী বিপ্লব মিত্র এই মেলার শুভ উদ্বোধন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *